কাজ
Posts
AABB
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
যে সমস্ত ছাত্রীর বয়স 13 থেকে 18 বছর তারা কন্যাশ্রী K1 এর জন্য আবেদন করতে পারবে এবং প্রতিবছর 750 টাকা করে পাবে। যে সমস্ত ছাত্রীর বয়স 18 থেকে 19 বছর এবং কলেজে পড়াশোনা করছে তারা কন্যাশ্রী K2 আবেদন করতে পারবে এবং এককালীন 25,000 টাকা সরকারি অনুদান পাবে।
এছাড়াও, যে সমস্ত ছাত্রীরা কোন কলেজে অথবা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন (PG) কোর্স করছে তারাও কন্যাশ্রী K3 স্কিমের জন্য আবেদন করতে পারে। কন্যাশ্রী K3 স্কিমের আওতায় বিজ্ঞান বিভাগে ছাত্রীরা প্রতি মাসে 2500 টাকা এবং কলা ও বানিজ্য বিভাগের ছাত্রীরা প্রতি মাসে 2000 টাকা করে স্কলারশিপ পাবে।