# 🏠 Property Tax কী? সহজ ভাষায় বুঝে নিন
**Property Tax** মানে হলো — যদি তোমার কোনো **বাড়ি বা জমি** থাকে, তাহলে সেই সম্পত্তির জন্য সরকারকে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। এটাকেই বলে **Property Tax**।
---
## কেন Property Tax দিতে হয়?
সরকার এই ট্যাক্সের টাকা দিয়ে মানুষের জন্য বিভিন্ন কাজ করে থাকে, যেমনঃ
* রাস্তা মেরামত ও তৈরি
* ড্রেন পরিষ্কার ও নির্মাণ
* স্ট্রিট লাইট লাগানো
* স্কুল, হাসপাতালসহ অন্যান্য জনসেবামূলক কাজ
---
## সংক্ষেপে
👉 **Property Tax** = বাড়ি/জমি থাকার কারণে সরকারকে দেওয়া মূল ট্যাক্স।
---
✍️ তুমি যদি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকো, তাহলে এখন অনলাইনে ঘরে বসেই Property Tax জমা দেওয়া যায় 👉 [prdtax.wb.gov.in](https://prdtax.wb.gov.in)
---